অক্টোবর’র শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আভাস

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

অক্টোবর মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের আভাস ও আঘাতের সম্ভাব্য তারিখ জানাল ভারতের আবহাওয়া বিষয়ক সরকারি সংস্থা আইএমডি। সংস্থাটি জানিয়েছেন আগামী ২২-২৪ অক্টোবরে মধ্যে বঙ্গোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের কেউ কেউ বলছেন অক্টোবর মাসে স্বভাবতই সাগরে অনুকূল পরিস্থিতি থাকায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

আইএমডি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২২-২৪ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আরো ঘণীভূত হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দৈনিক পত্রিকা কে জানান, ‘অক্টোবর মাসে এমনিতেই ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে সাগরে। ২২-২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে। তবে এখনও এ বিষয়ে (ঘূর্ণিঝড়) নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।