শারফুদ্দীন সোহেল:
আজ ৩১ অক্টোবর স্বাধীন বাংলাদেশের সংসদ ও রাজপথে প্রথম বিরোধী দল ও শতভাগ মুক্তিযোদ্ধার ঐতিহাসিক রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯৭২ সালের এই দিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে ৯নং সেক্টর কমান্ডার মেজর (অ:) এম এ জলিলকে আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরাসরি ভোটে নির্বাচিত ডাকসুর প্রথম ভিপি আসম রবকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য কমিটি ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু। একই বছরে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিলে মেজর এম এ জলিলকে সভাপতি ও আসম রবকে সাধারণ সম্পাদক করে দলটির ১০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে দলটির তার ঘোষণাপত্রও অনুমোদন করে। সেই ঘোষণাপত্রে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা শ্রেণিহীন শোষণহীন কৃষক শ্রমিকরাজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়া হয়। ৭ মার্চ ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে ২৩৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, শতকরা ৭ ভাগ (১,২২৯,১১০) ভোট পেয়ে ৫টি আসনে প্রাথমিক বিজয়ী হয়। বর্তমানে দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
প্রতিষ্ঠার পর থেকেই মেহনতি-শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী মানুষের অধিকার আদায়ে, সাম্য ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি।
আজ রাজধানীসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে দলটি।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলিয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ৬টায় দলের শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং বিকাল ১১.৩০ মিনিটে কর্ণেল তাহের মিলনায়তনে আলোচনা সভা করবে দলটি। আলোচনা সভায় দলটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়াও সারাদেশে জাসদ মহানগর, জেলা ও উপজলা কমিটি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, ২০০২ সালে আসম রবের নেতৃত্বে একটি অংশ জাসদ থেকে বেরিয়ে এসে জেএসডি গঠন করেন এবং ২০১৬ সালে শরিফ নরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে আরো একটি অংশ বেরিয়ে এসে বাংলাদেশ জাসদ গঠন করেন। তবে জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদ প্রত্যাকটি দলই ৩১ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
জাসদ, জেএসডি, বাংলাদেশ জাসদ প্রত্যেকেই পৃথকপৃথক কর্মসূচি ঘোষণা করেছে।
জাসদ কর্ণেল তাহের মিলনায়তনে,
জেএসডি জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশ জাসদ ইন্জিনিয়ারিং ইন্সটিটিউটে আলোচনা সভার আয়োজন করেছে।