নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩০ মার্চ ২০২৫, রবিবার এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশসহ বিশ্বের মুসলমান সম্প্রদায়ের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, রমযানের এক মাস রোযার কঠোর সংযম সাধনা আত্মশুদ্ধি শেষে ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়ের সকলের জন্য সবচেয়ে বড় আনন্দ উৎসব। তারা বলেন, ঈদের আনন্দ বহুগুণ বেড়ে যায়, যখন পরিবার-পরিজন-আত্মীয়-স্বজনদের পাশাপাশি অসহায়-নিরূপায়-অস্বচ্ছল মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়।
দলটির বিবৃতিতে আরো বলা হয়, জাতি-ধর্ম-সংস্কৃতি নির্বিশেষ সমাজের সকল মানুষের মানবিক অস্তিত্বকে মর্যাদা দেয়া এবং সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোযার সংযম সাধনার শিক্ষা মহিমান্বিত হয়।