নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলার সভাপতি শারফুদ্দীন সোহেল পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
যুব নেতা শারফুদ্দীন সোহেল আজ ৩০ মার্চ ২০২৫ এক শুভেচ্ছা বার্তায় কিশোরগঞ্জসহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়সহ সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ সদর-হোসেনপুর তথা কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদ মানে খুশি-আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবের মিলনমেলা । সকল মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করবে এবং সবার মাঝে সম্প্রীতি ও শান্তির পয়গাম ছড়িয়ে দেবে—এটাই প্রকৃত ঈদের মর্মার্থ।”
তিনি আরও বলেন, “আমরা চাই, সকলেই ঈদের আনন্দ পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে উপভোগ করুক। কোনো প্রকার অশান্তি, বিশৃঙ্খলা, উগ্রতা যেন আমাদের ঈদ উৎসবকে কালিমা লেপন না করে। শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হোক, এটাই প্রত্যাশা রাখি।”
পবিত্র ঈদুল ফিতরের এই বিশেষ দিনে তিনি বিশ্ব মুসলিম উম্মাহসহ সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন সকল মুসলিম জাতির পরস্পর সম্পর্ককে আরও দৃঢ় ও সুসংহত করেন। বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষসহ পৃথিবীর সকল নিপিড়ীত ও নির্যাতিত মানুষের মুক্তি, শান্তি জন্য বিশ্ব নেতারা উদার ও মানবিক নীতি গ্রহণে উদ্যোগী হন। বিশ্বের সকল নিপীড়িত ও নির্যাতিত মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তাদের দুঃখ-কষ্ট লাগব হোক—এই প্রার্থনা করি।”
যুব নেতা শারফুদ্দীন সোহেল সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধ জীবন কামনা করেন এবং ঈদুল ফিতরের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা কামনা করেন।