সালেক হোসেন রনি
কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সম্মেলন-২০২৫ । শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গুরুদয়াল সরকারি কলেজে অডিটোরিয়াম মিলনায়তনে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রটারি অধ্যাপক এ.বি.এম. ফজলুল করিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশন সহকারী জেনারেল সেক্রটারি অধ্যাপক রবিউল ইসলাম।
আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া, মাওলানা মু নাজমুল ইসলাম, অধ্যাপক মো. জৈন উদ্দিন, অধ্যাপক ফজলুল হক জোয়ার্দার আলমগীর, মু, রুস্তম আলী, মাওলানা আবু সাঈদ, মাওলানা কামাল হোসেন ফরায়াজী, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন প্রমুখ।
সম্মেলন থেকে শিক্ষকদের মাসের বেতন নিয়মিত প্রদানের দাবিসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।
এ শিক্ষক সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ইফতেদায়ী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৬০০ শিক্ষক সম্মেলনে অংশগ্রহণ করেন।