কিশোরগঞ্জে এইচপিভি টিকাদান কর্মসূচী; চলবে ১০ থেকে ১৪ নভেম্বর দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে রুটিন ইপিআই কার্যক্রমের আওতায় HPV (এইচপিভি) বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ সভা। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এডভোকেসি সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিমো ডা. আজিজুল হক তানজিল। জরায়ু মূখে ক্যান্সার প্রতিরোধে HPV টিকা প্রদান কর্মসূচি শুরু হবে ১০ নভেম্বর থেকে এবং শেষ হবে ১৪ নভেম্বর । ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি অর্থাৎ ১১ থেকে ১৪ বছর বয়সী ছাত্রীরা এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে HPV টিকা নিতে পারবে। এছাড়াও ২০২৩সালে যে সকল ছাত্রীরা বাদ পড়েছিল তারাও এ টিকা নিতে পারবে। জন্মনিবন্ধন এর মাধ্যমে এর রেজিস্ট্রেশন করতে হবে। HPV টিকার গুরুত্ব আরোপ করে এ ক্যাম্পেইনের প্রচারনা সর্বস্তরের মাধ্যমে ছড়িয়ে দেয়ার আহবান জানান এডভোকেসি সভার প্রধান অতিথি জেলা প্রশাসক ফৌজিয়া খান। এসময় সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এইচপিভি টিকা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তাগন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানগণ, স্থানীয় ওলামায়ে কেরাম, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবর্গ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: