সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ।
ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক এক সেমিনারের আয়োজন করে এডুয়ারডো ইংলিশ অ্যাকাডেমি । শনিবার (২ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এ সেমিনারের।
সেমিনারে বিয়াম ল্যাবরেটরী স্কুল এর সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান এর সঞ্চালনা ও বিয়াম ল্যাবরেটরী স্কুল এর উপাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বদরুল হুদা সোহেল, গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জুনায়েদ আলম খান, চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আলম ভূইয়া, ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আবাসিক ডা. মাকসুদুর রহমান, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যঞ্চলীয় ব্যুারো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো. ইসরাঈল মিয়া, ডিএইচএল এর লজিস্টিক ম্যানেজার মো. আফজাল হোসেন, দৈনিক সংবাদ চিত্র পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাহফুজুল হক খান জিকু , কিশোরগঞ্জের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মো. লিয়ন মিয়াসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইংরেজি ভাষা শিক্ষার জন্য এডুয়ারডো ইংলিশ একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন হারুন-আল-রশিদ। কিশোরগঞ্জ শহরে এডুয়ারডো ইংলিশ একাডেমিটির দুটি ক্যাম্পাস রয়েছে । একটি পৌরসভা মোড়ে বায়তুল ওয়াদুদ টাওয়ারের প্রথম তলায় এবং দ্বিতীয় ক্যাম্পাস ইউনাইটেড স্কুল এন্ড কলেজ খড়মপট্টি এলাকায়।
এডুয়ারডো ইংলিশ একাডেমির সার্বিক দায়িত্বে রয়েছেন ইসরাত দিপা, জাফর তাইয়ার, এ.এস.এম ফাহিম। এডুয়ারডো ইংলিশ একাডেমিতে আই.ই.এল.টি.এস, স্পোকেন ইংলিশ, রাইটিং এন্ড গ্রামার, জুনিয়র স্পোকেন, কিডস স্পোকেন এবং এইচ.এস.সি ফাউন্ডেশন প্রোগ্রাম চালু রয়েছে।