কিশোরগঞ্জে ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ২, ২০২৫ শারফুদ্দীন সোহেল, কিশোরগঞ্জে: ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক মতবিনিময় সভা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে বিকাল ৪.৩০ ঘটিকায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু সভাপতিত্বে ও ক্যাব সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন ভোক্তা অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মো. হাসান সারওয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, ইটনা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিছুর রহমান ভুইয়া, কিশোরগঞ্জ ক্যাবের কার্যকরী সভাপতি অ্যাড. মায়া ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সমকালের জেলা প্রতিনিধি মোস্তাফা কামাল, ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. বদরুল হুদা সোহেল, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন বর্মন, ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শারফুদ্দীন সোহেল, সামিউল হক মোল্লা, মাহমুদা বেগম শেলী, পপির জেলা সমন্বয়কারী ফরিদুল আলম, ব্র্যাকের জেলা সমন্বনয়কারী সাফিয়া জান্নাত প্রমুখ। এসময় বক্তারা ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালী করতে বিভিন্ন মতামত তুলে ধরেন। SHARES প্রচ্ছদ বিষয়: