নিজস্ব প্রতিবেদক।
১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন করতে পেরেছে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মো. নাজমুল ইসলাম এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
এ রুকন সম্মেলন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় তোরণ নির্মাণ করে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশ্যে সকল রুকনদের একসাথে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি। কিন্তু কার্যাক্রম থেমে থাকেনি। গ্রুপ গ্রুপ করে সম্মেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার প্রায় ৬০০ রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে।