<span;>সালেক হোসেন রনি কিশোরগঞ্জ।
<span;>
<span;>সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখা।
<span;>
<span;>বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে জেলা শহরের ঐতিহাসিক রথখলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি বিশাল মিছিল রথখলা ময়দানে যোগ দেয়। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম অপু, ইটনা যুগ্ন আহবায়ক মাসুদ রানা, সাবেক সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল মুজাহিদ, আনিছ, রবি, আওয়াল, দুলাল, কাঞ্চন।
<span;>
<span;>সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি খসরুজ্জামান শরীফ এবং যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
<span;>
<span;>বক্তারা বলেন, ‘৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
<span;>
<span;>তারা আরো বলেন, ‘দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে।
<span;>