কিশোরগঞ্জে তথ্যমেলার উদ্বোধন; চলবে দুইদিন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র উদ্যোগে ২দিন ব্যাপী তথ্যমেলার উদ্বোধন হয়েছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার (২৭ নভেম্বর) বিকাল তিনটায় তথ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ। সচেতন নাগরিক কমিটি, টিআইবি কিশোরগঞ্জের সভাপতি ম. ম. জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথিগণ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিকাল সাড়ে ৩ টায় স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করনীয় শীর্ষক এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন অতিথিরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বপন কুমার বর্মন। মেলায় প্রথমদিন দর্শনার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার ফরম পূরণ বিষয়ক ওরিয়েন্টেশন ও তথ্য প্রাপ্তিতে সহায়তা দেয়া হয়। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয় এবং মেলায় আগত দর্শনার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তথ্য মেলা চলবে ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। SHARES জাতীয় বিষয়: