নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস- ২০২৪। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টায় এক বণার্ঢ্য র্যালী পুলিশ লাইন থেকে শুরু হয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় টিটিসি মিলনায়তনে আয়োজিত হয় আলোচনা সভার। টিটিসি’র ইন্সট্রাক্টর মো. এমদাদুল হকের সঞ্চালনায় ও অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) (অতিরিক্ত দায়িত্ব ) মিজাবে রহমত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ, জেলা ওয়েল ফেয়ার সেন্টার এর সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ইসলামী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার ভি.পি সাইফুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. জাহাঙ্গীর আলম । এসময় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ র্যামিটেন্স পাঠানো প্রবাসী এবং র্যামিটেন্স আরোহনকারী ব্যাংক ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেয়া। এসময় প্রবাসীর পিতামাতা, স্ত্রী-সন্তানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে চাকরী মেলার উদ্বোধন করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। পরে তাঁর সাথে সকলেই মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।