কিশোরগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ইন্তেকাল করেছেন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কবির উদ্দিন আহমেদ (৮৬) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ইউনিটে তিনি অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তার নেতৃত্বে কিশোরগঞ্জ শহর হানাদারমুক্ত হয়। SHARES জাতীয় বিষয়: