কিশোরগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় যুবদলের ২ নেতা বহিষ্কার

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার দুপুরে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে বৌলাই চরপাড়া নিবাসী কিশোরগঞ্জ জেলা যুবদলের জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন ও বৌলাই নিবাসী কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ এমদাদ হোসেনের সমর্থকদের মধ্য বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে আজ শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে অংশগ্রহণকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ লাঠিসোটা ব্যবহার করে। সংঘর্ষে নিহত ব্যক্তির পক্ষের লোকজন প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমরানুল হক হিমেল আহত হয়। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। এ ছাড়া গুরুতর আহত আরও দুইজন এই হাসপাতালে চিকিৎসাধীন আছে।