কিশোরগঞ্জে হিন্দু বাড়িতে চুরি; আতঙ্কে পরিবারের লোকজন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫ নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ শহরের রথখলা, বিন্নগাঁও এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ ৭লক্ষ টাকা ও প্রায় ১০ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি হয় বলে জানান ভুক্তভোগী। ভুক্তভোগী সজল কান্তি সরকার বলেন, ৫ তারিখ সন্ধ্যা অনুমান পৌঁনে সাতটার সময় বাসায় আমার ভাতিজার স্ত্রী ডলি রাণী সরকার তার রুমে ঘুমিয়ে ছিল। এমন সময় আমার নাতি কৌশিক সরকার বাসার সামনে দেখে, একজন লোক বাসার রান্না ঘরের চালের সাথে ঘেষা বিদ্যুতের পিলার দিয়া নিচে নামছে। আমার নাতি চোর চোর বলে চিৎকার দিলে লোকটি বাসা থেকে দৌড়ে চলে চলে যায়। আমরা পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারি নাই। তখন আমরা ভাতিজা বউ এর রুমে গিয়ে দেখি যে, ভাতিজা বউ কান্নাকাটি করছে। তার রুমে থাকা বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে, ওয়াড্রফের তালা খোলা এবং নগদটাকা ও স্বর্ণালংকার গুলো নাই। কিশোরগঞ্জ মডেল থানায় চুরির বিষয়ে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। SHARES জাতীয় বিষয়: