নিজস্ব প্রতিবেদক।
কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল মনিপুর ঘাট এলাকার সোলেমান এর বাড়ীর উত্তর পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ৫০০ পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ যশোদল, মনিপুর ঘাটের চন্দন মিয়ার স্ত্রী ঝুমুর বেগম (৩২)। রবিবার (১৭ নভেম্বর ) রাত আটটায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় আসামিকে।
অপরদিকে সোমবার (১৮ নভেম্বর ) বিকাল সোয়া চারটার দিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ মোবারক হোসেন এর নেতৃত্বে ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজার অনুমান ২০০ গজ পূর্বে সিলেট-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনের উপর পরিচালিত অভিযানে চার কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের উছমান গণির ছেলে আব্দুল্লাহ (২৪)।
পৃথক দু‘টি ঘটনায় ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।