কিশোরগঞ্জে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস। জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ দিবস উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে  শেষ হয়। পরে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। কিশোরগঞ্জ জেলা সমবায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানারা হাসিনের সভাপতিত্বে ও মো. মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. আতাউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) মো. রুবেল মিয়া, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধূরী সোহেল, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ফকির মতি, কাউসার আহমেদ টিটু, আমিন সাদী, অ্যাডভোকেট মো. শরীফ,  দৈনিক পত্রিকার সম্পাদক সালেক হোসেন রনি, সাংবাদিক মাহফুজুল হক খান জিকুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।