কিশোরগঞ্জ প্রেসক্লাব;র নব কমিটিকে উষ্ণ অভিনন্দন; মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ প্রেসক্লাব এর নব গঠিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানালো মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের সকল সদস্যবৃন্দ। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে এ অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সদস্য মো. আমিনুল হক সাদী, শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, মোকাররম হোসেন ভূঞা, সহযোগী সদস্য মো. নূরুজ্জামান। মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের সভাপতি এম. এ হাসান বাবুল, সহ সভাপতি এ. কে. এম এনামুল হক লিটন, মো. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান ভূঞা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর কবির, প্রচার সম্পাদক মো. রেজাউল হাছান, ক্রীড়া সম্পাদক মো. শামছুল আরেফিন, ব্যায়াম প্রশিক্ষক বিমল বসাক, সদস্য সৈয়দ আল অক্কিল, মো. সাইদুর রহমান, সমর বসাক, মো. কামরুল ইসলাম, মো. বসিরুল মওলা বাচ্চু, এহসান আহমেদ হেলাল, মো. হাবিবুর রহমান, মুহাম্মদ কামরুজ্জামান ইসফাকুল আলম চৌধুরী, কিশোরগঞ্জ বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নেহাল পার্কের সত্বাধিকারী মো. ওসমান ফারুক। মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের বক্তারা বলেন ‘কিশোরগঞ্জ প্রেস ক্লাব সবার জন্য উন্মুক্ত হয়েছে এতে আমরা আনন্দিত। নির্ভুল সংবাদ তুলে ধরবেন প্রেসক্লাবের কাছে এটাই কিশোরগঞ্জবাসীর কাম্য। এ বিষয়ে কিশোরগঞ্জ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা মনে করেন । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্যবৃন্দ। SHARES প্রচ্ছদ বিষয়: