কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিনন্দন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ প্রেসক্লাব এর নব গঠিত কমিটিকে অভিনন্দন জানালো কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটায় প্রেসক্লাব মিলনায়তনে এ অভিনন্দন জানানো হয়। এসময় কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার মো. আ: হাই তার বক্তব্যে বলেন ‘কিশোরগঞ্জ প্রেস ক্লাব সবার জন্য উন্মুক্ত হয়েছে এতে আমি আনন্দিত, সঠিক, সুষ্ঠু ও নির্ভুল সংবাদ উপস্থাপন প্রেসক্লাবের কাছে কিশোরগঞ্জবাসীর কাম্য এদিকটায় কিশোরগঞ্জ প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী নতুন কমিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন নতুন এ কমিটি প্রেসক্লাব এর ঐতিহ্য ধরে রাখবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাছিম খান, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সদস্য মো. আমিনুল হক সাদী, শাহ মো. আশ্রাফ উদ্দিন দুলাল, মোকাররম হোসেন ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং প্রেসক্লাবের নতুন সদস্যবৃন্দ। SHARES জাতীয় বিষয়: