গোপালগঞ্জে কারফিউ জারি রেখে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় জাসদের নিন্দা

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৯ জুলাই ২০২৫ এক বিবৃতিতে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে কারফিউ জারি রেখে নিরস্ত্র জনগনের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জাসদের বিবৃতিতে বলা হয়, ১৬ জুলাই গোপালগঞ্জে নিরস্ত্র জনগণের উপর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর নির্বিচারে প্রাণঘাতী গুলিবর্ষণে বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হবার ঘটনা সরকার স্বীকার না করে আড়াল  করার অপচেষ্টা চালিয়েছিল। জাসদের বিবৃতিতে বলা হয়, গুলিতে নিহতদের মরদেহের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত ছাড়াই এবং নিহত মুসলিমদের কাফন ও জানাজা ছাড়া, হিন্দুদের ধর্মীয় আচার পালন ছাড়াই সৎকার করতে বাধ্য করার মত চরম অমানবিক ঘটনা ঘটেছে। জাসদের বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, কারফিউর আড়ালে গোপালগঞ্জবাসীর উপর সিস্টেমেটিক গণনির্যাতন, গণগ্রেফতার সহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। জাসদ অবিলম্বে গোপালগঞ্জে জারি করা কারফিউ তুলে নেয়া, গোপালগঞ্জবাসীর উপর নির্বিচারে গণনির্যাতন, গণগ্রেফতার বন্ধ করার দাবি জানায়। জাসদের বিবৃতি, গোপালগঞ্জে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত নির্বিচার হত্যা, গণনির্যাতন, গণগ্রেফতারের ঘটনা তদন্ত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়।