জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে কারাবন্দি রাখা ও বিচারিক হত্যার অপচেষ্টার প্রতিবাদে জাসদের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

জাসদ সভাপতি, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অগ্রসেনা; সমাজ পরিবর্তনের বিপ্লবী আন্দোলন, সামরিক শাসন বিরোধী গনতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা—মৌলবাদ—জঙ্গীবাদসহ সকল ধরণের প্রতিক্রিয়াশীলতা বিরোধী প্রগতিশীল আন্দোলনের নেতা হাসানুল হক ইনুকে রাজাকারতান্ত্রিক মবতান্ত্রিক ইউনুসশাহীর কারাগারে এক বছর বন্দি রাখা এবং বেআইনি সরকার গঠিত বেআইনি ট্রাইব্যুনালে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় বেআইনি সাজানো বিচারে বিচারিক হত্যার অপচেষ্টার প্রতিবাদে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের কোষাধ্যক্ষ মো: মনির হোসেন, জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. মো: সেলিম জাসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ—সভাপতি মাহাবুবুর রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল ইসলাম সুমন, জাতীয় আইনজীবী পরিষদের সদস্য এড. মো: হানিফ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ নেতা সরদার হুমায়ুন কবির, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব শামীম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ—সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কোটা আন্দোলনের ছদ্মবেশে জঙ্গীবাদী অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী রাজাকার—আলবদর—জঙ্গীবাদী—ধর্মান্ধ গোষ্ঠী রাষ্ট্রক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। পাকিস্তানপন্থী এই গোষ্ঠী বাঙালি জাতির সকল গৌরবের ইতিহাস এবং মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের গ্লানির ইতিহাসের সকল নাম, নিশানা মুছে ফেলছে। পাকিস্তানপন্থী এই অপশক্তি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনা জননেতা হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে বিচারিক হত্যার নীলনকশা বাস্তবায়ন করতে অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন, দেশ বাঁচাতে হলে অবৈধ ক্ষমতা দখলদার সরকারকে বিদায় করতে হবে। বক্তারা বলেন, অবৈধ ক্ষমতা দখলদার সরকারের অধীনে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বক্তারা বলেন, পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ও রাজনীতির মাঠ থেকে বিদায় করেই বাংলাদেশকে বাঁচাতে এবং জননেতা হাসানুল হক ইনু, জননেতা রাশেদ খান মেনন, সাংবাদিক লেখক শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাতসহ রাজবন্দিদের মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। বক্তারা, জাসদের সর্বস্তরের নেতা—কর্মীসহ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, মানবতাবাদে বিশ্বাসী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য প্রস্তুত হবার আহবান জানান।