মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল
টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মোঃ শিহাব রায়হান এর উদ্যোগে পৌরসভার রাস্তা সংস্কার শুরু। সোমবার সকালে জেলা প্রশাসক শরিফা হক পৌরসভার রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন। টাঙ্গাইল পৌরসভার ব্যস্ততম দুটি সড়ক বেবীস্ট্যান্ড থেকে বটতলা এবং প্রেসক্লাব রোড হতে কাগমারা ব্রিজ পর্যন্ত রাস্তা সংস্কারের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে সকল রাস্তা মেরামত ও সংস্কার করা হবে। পৌরসভার প্রশাসক মোঃ শিহাব রায়হান আরো বলেন, পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোঃ আনিসুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত,
ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মামুন জামান সজল প্রমূখ।