টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার আইনশৃংখলা পরিস্থিতিসহ নানা বিষয় উঠে আসে এই মতবিনিময় সভায়। এ সময় টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, মাদক সম্পূর্ণ নির্মূল করতে পারবো কি পারবো না সে বিষয়ে বলতে পারবো না। তবে মাদকগুলো কোন জায়গা থেকে আসছে কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবো। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সে বিষয়গুলো নিয়েও কাজ করবো। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল্ মামুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: