টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। সোমবার ০৯ ডিসেম্বর সকালে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি টাঙ্গাইল এর আয়োজনে এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দূর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, সার্কিট হাউজের সামনে দূর্নীতির বিরোধী মানববন্ধন ও মানববন্ধন শেষে র্যালি এবং জেলা শিল্পকলা একাডেমিতে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারী অধ্যাপক নাসেরী আজাদ সম্পা। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানে টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়। জেলা দুর্নীতি প্রতিবোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফখরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী,টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নুর আলম, সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, উপসহকারী পরিচালক মো : রবিউল ইসলাম,উপসহকারী পরিচালক শাহজাহান, উপসহকারী পরিচালক মো. বাসেদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মৃণাল কান্তি রায়, মোঃ মাসুদ রানা, মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তর প্রধানগণ এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। SHARES প্রচ্ছদ বিষয়: