মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি ও বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে । দিনটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হতে র্যালির বের হয় এবং রেলি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। বক্তব্যে জেলা প্রশাসক বলেন নারীদের মর্যাদা বৃদ্ধি করতে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আত্মমর্যাদাশীল হবার আহবান জানা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার , টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এবার দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’।