টাঙ্গাইলে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫ মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল। ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, মুক্তিযোদ্ধাগণ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। SHARES জাতীয় বিষয়: