টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫

মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অধিদপ্তরের হলরুমে শপথপাঠ, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে যুবদের নিয়ে শপথ বাক্য পাঠ করান উপপরিচালক ফাতেমা বেগম। এ বছরের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন ও টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, এবং সহকারী পুলিশ সুপার সখিপুর সার্কেল
এ,কে এম মামুনুর রশীদ । আলোচনা শেষে জেলা প্রশাসক শরীফা হক টাঙ্গাইল সদরের তিন উদ্যোক্তার হাতে দেড় লাখ টাকা করে যুব ঋণের চেক, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী প্রমূখ।