টাঙ্গাইলে তাঁতশিল্প রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কয়েদিদের জন্য তাঁতযন্ত্র স্থাপন

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫

মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল।

তাঁতশিল্প রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারে কয়েদিদের জন্য তাঁতযন্ত্র স্থাপন ও তাঁত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে প্রশিক্ষণে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার । এ সময় উপস্থিতির ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম, জেলার মোহাম্মদ হাবীবুর রহমান, প্রবেশন অফিসার মোঃ সৌরভ তালুকদার প্রমুখ। প্রবেশন অফিসের অর্থায়নে তাঁতযন্ত্র স্থাপন ও তাঁত প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাস্তবায়নে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা কারাগার। উদ্বোধনী প্রশিক্ষণে দশজন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করে এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বৃদ্ধি করা হবে।