টাঙ্গাইল প্রতিনিধি
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’-এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে গ্রিন স্কুল ক্যাম্পেইনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, স্থানীয় সরকার শাখার উপপরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত ,
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম করা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।