টাঙ্গাইলে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা বালক ও বালিকা (অনূর্ধ্ব ১৮) এর উদ্বোধন
করা হয়। সোমবার ০৩ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে টাঙ্গাইল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন‌। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আজগর আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন , দেলদুয়ার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ। প্রতিযোগিতায় ১২ টি উপজেলার ছেলেদের ১২টি দল ও মেয়েদের ১২ টি দল মোট ২৪টি দল অংশগ্রহণ করে । ফাইনাল খেলা আগামী মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।