মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল
বাংলাদেশের টেস্ট ক্রিকেট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে দিনব্যাপী অনূর্ধ্ব-১২ বয়সী ক্রিকেটারদের নিয়ে সিক্স এ সাইড ক্রিকেট ম্যাচ, ক্যাসিং ও উইকেট থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে এই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, অধ্যাপক ও ধারাভাষ্যকার অনীক রহমান বুলবুল, ক্রিকেট কোচ ইসলাম খান, সিনিয়র ক্রিকেটার শাহানুর ইসলাম খান, আব্দুল্লাহ আল মামুন, মহিলা ফুটবল কোচ কামরুন্নাহার মুন্নী।