মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কার্যক্রমের আওতায় “তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার ২০ নভেম্বর সকালে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল এর মিলনায়তনে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। মতবিনিময় সভায় বিভিন্ন ছাত্র-ছাত্রী বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ভূমিকা তুলে ধরেন। এ সময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বজলুর রহমানসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।