মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, বিশুদ্ধ পানির ফিল্টার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান করা হয়। মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকতা মোঃ নুরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ প্রমূখ। অনুষ্ঠান শেষে শুভেচ্ছা ভবন তালতলা অফিসে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে ৩০টি হুইল চেয়ার , ৪টি ট্রাই সাইকেল ও ৩টি ডিজিটাল সাদা ছড়ী বিনামূল্যে বিতরণ করা হয়।