টাঙ্গাইলে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ৫০ জন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মেধার ভিত্তিতে সরকার নির্ধারিত ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন । সোমবার সন্ধ্যায় (৩১ আগস্ট ২০২৫ ) পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন টাঙ্গাইলের পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড, জুন-২০২৫ টাঙ্গাইলের সভাপতি মিজানুর রহমান । এ সময় বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড, জুন-২০২৫ টাঙ্গাইলের সদস্য মাহবুবুর রহমান এবং ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ড, জুন-২০২৫ টাঙ্গাইলের সদস্য মোঃ মুনাদির ইসলাম চৌধুরী। উল্লেখ্য গত জুন-২০২৫ এ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিং বাছাই শেষে টাঙ্গাইল জেলায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে পুরুষ ৩০৭৩ জন ও নারী ২৩৯ জন’সহ মোট ৩৩১২ জন প্রার্থী কৃতকার্য হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ৫০ জন প্রার্থী টিআরসি পদে নিয়োগযোগ্য এবং ১০ জন অপেক্ষমাণ হিসেবে বিবেচিত বলে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শেষে পুলিশ সুপার প্রার্থীদের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং মুখে মিষ্টি তুলে দেন। মেধার মাধ্যমে চুড়ান্ত বাছাই পর্বে নির্বাচিত হয়ে প্রার্থীরা আনন্দিত। দেশ সেবায় দায়িত্বের সঙ্গে নিজেদের নিয়োজিত রাখবে বলেও জানান তারা। SHARES প্রচ্ছদ বিষয়: