টাঙ্গাইলে যানজট নিরসন বিষয়ক জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মে ২২, ২০২৫ মৃণাল কান্তি রায় , টাঙ্গাইল। পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতে যানজট নিরসন বিষয়ক জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঈদুল আযহায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিধান্ত নেওয়া হয় । এসময় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে: কর্নেল নাসের উদ্দিন খান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো.আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মাহবুব হোসেন, যমুনা সেতুর নিবাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল ও টাঙ্গাইলে সড়ক ও জনপদের নিবাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী সহ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ গনমাধ্যমকমী। সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা বলেন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ভীঘ্ন ও আরামদায়ক করার লক্ষ্যে ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন মহাসড়কে ওভারলোড ট্রাক,কাভাড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলমপাটি,চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। ছাড়াও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া বন্ধে নেয়াসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: