টাঙ্গাইলে র্যাবের অভিযানে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫ দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইল সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০৩ (তিনটি) অভিযানের মাধ্যমে বিভিন্ন মামলার সর্বমোট ০৫ (পাঁচ) আসামী গ্রেফতারসহ ৪৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার অবৈধ বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ ৭০ হাজার টাকা। মঙ্গলবার ( ১৯ আগস্ট ) সকালে টাংগাইল এর সিপিসি-৩, টাংগাইল ক্যাম্প, র্যাব-১৪, ক্যাম্প কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন এই তথ্য প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন মাদক ব্যবসায়ী হবিগঞ্জ থেকে তুলা বোঝাই টাটা মিনিট্রাকে করে মাদকদ্রব্য গাঁজা নিয়ে রওনা হয়ে গাজীপুর হয়ে করোটিয়া বাইপাস এলাকা অতিক্রম করে যমুনা সেতুর দিকে আসছে। উক্ত আভিযানিক দল ১৯আগাস্ট ২০২৫ তারিখ রাত ০২.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন ঢাকা টু সিরাজগঞ্জগামী মহাসড়কের সিরাজগঞ্জগামী লেনের উপর এলেঙ্গা পৌরসভা আধুনিক ফিজিওথেরাপি সেন্টার নামক প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করাকালে ১৯ আগস্ট ২০২৫ তারিখ সময় অনুমান রাত ০৩.৩০ ঘটিকার সময় উক্ত তুলা বোঝাই টাটা মিনি ট্রাককে সংকেত দিয়ে থামায় এবং ধৃত আসামী ১। আমিনুল (৩৫), ২। বাবু (৩৬) এবং ৩। মোজাহিদ (২৫) গনের জিজ্ঞাসাবাদ পূর্বক গাড়ি তল্লাশি করে ৪৯(উনপঞ্চাশ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার অবৈধ বাজার মূল্য ১৪,৭০,০০০/-(চৌদ্দ লক্ষ সত্তর হাজার) টাকা। একই তারিখে আরো দুটি পৃথক অভিযানে আরো দুজন আসামিকে গ্রেফতার করা হয়। আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে। SHARES সারা বাংলা বিষয়: