টাঙ্গাইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি: “সচেতন নাগরিকের অঙ্গীকার, প্রকৃতি ও পৃথিবী রক্ষা’ এ স্লোগানে জেলার ১২টি উপজেলার ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় একযোগে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও টেকনিক্যালসহ মোট ১ হাজার ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে চার হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল ও একটি সোনালু গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, স্থানীয় সরকার উপপরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমীন সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নওশাদ আলম, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমদ প্রমূখ। SHARES জাতীয় বিষয়: