মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল।
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন সদর থানার আফসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ। সোমবার দুপুরে পুলিশ লাইন মাল্টিপারপাস হলে মাসিক সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উদঘাটনে অবদান রাখায় তাকে সম্মাননার জন্য মনোনীত করা হয়। এ সময় ওসি তানবীর আহাম্মেদ জানায় , এই অর্জন শুধু আমার নয় সকল পুলিশ সদস্যের। তিনি আরো বলেন, এই অর্জন ধরে রাখতে সদরে সাধারণ নাগরিক কে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে পুলিশের পাশে দাঁড়াতে হবে । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান প্রমূখ।