টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

মৃণাল  কান্তি রায,টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইল পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা । সোমবার সকাল ১০টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইয়াসির আরাফাত, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মকবুল হোসেন (টাঙ্গাইল সদর), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এ বারের মেলায় মোট ৪৭ টি স্টল অংশগ্রহণ করেছে। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উল্লেখ্য, এ বছর সরকারি উদ্যোগে টাঙ্গাইল জেলায় ১২ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে । বর্ষা মৌসুমে আরও ৬ লক্ষ বৃক্ষরোপণ করা হবে ।