টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকারী সমিতির অভ্যন্তরীণ মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকারী সমিতির অভ্যন্তরীণ আজীবন সদস্যদের অংশগ্রহণে বার্ষিক মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ আগস্ট ভোর ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দিনব্যাপী মৎস্য শিকার প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক আজগর আলী । এ সময় উপস্থিত ছিলেন সৌখিন মৎস্য শিকারী সমিতির নির্বাচিত সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান (স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (রাজিব), কোষাধ্যক্ষ মোঃ শওকত আকবর (ইমরোজ), সদস্য মোঃ আশফাকুর রহমান (সাথী), মোঃ নুরুজ্জামান (সেলিম), মোঃ হযরত খান, মৃনাল কান্তি রায় সহ কমিটির সকল সদস্য এবং আজীবন সদস্যবৃন্দ। প্রতিযোগিতায় সর্বোচ্চ ওজনের মাছ ধরায় ১০ সদস্যদের পুরস্কৃত করা হয়। SHARES সারা বাংলা বিষয়: