মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, বর্তমান সরকারের নেতৃত্বেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচণ দেখতে চায় বিএনপি।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের জন্যে অবারিত সময় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি করেন বিএনপির এই নেতা।
জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট খালেক মন্ডলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রিয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, সাধারন সম্পাদক সাদেক আহমেদ খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট ফরহাম ইকবাল প্রমুখ।