টাঙ্গাইল পৌরসভার জনগুরুত্বপূর্ণ সাতটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫

মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইল পৌরসভার জনগুরুত্বপূর্ণ সাতটি রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। উদ্বোধন কালে জেলা প্রশাসক বলের সংস্কার কাজগুলোর গুণগতমান শতভাগ নিশ্চিত করতে তিনি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে ।
যে সাতটি রাস্তার সংস্কার শুরু হলো, ১। স্টেডিয়াম ব্রীজের পশ্চিম প্রান্ত হতে কাশেম প্রাইমারি স্কুলের ব্রীজ ও মেসের মার্কেট পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ১.৭ কিঃমিঃ), ২। জেলা সদর রোড হতে ভিক্টোরিয়া রোড (ক্লাব রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। (রাস্তাটির দৈর্ঘ্য ১৭২ মিটার), ৩। বাঁকা মিয়া ব্রিজ হতে বাজিতপুর হাট খোলা পর্যন্ত রাস্তা সংস্কার। ( রাস্তাটির দৈর্ঘ্য ২.১৪ কিঃমিঃ), ৪। বাঁকা মিয়া ব্রিজ হতে স্বপ্ন সুপার মল (ফায়ার সার্ভিস রোড) পর্যন্ত রাস্তা সংস্কার। (রাস্তাটির দৈর্ঘ্য ২৫০ মিটার), ৫। দিঘুলিয়া ব্রীজ হতে বেপারীপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।(রাস্তাটির দৈর্ঘ্য ৪৬০ মিটার) , ৬। বড় কালীবাড়ি হতে আলীয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তা সংস্কার। (রাস্তাটির দৈর্ঘ্য ৫৩০ মিটার) , ৭। থানাপাড়া ছয়আনি পুকুরের পশ্চিম পাশ হতে বাজিতপুর টেক্সটাইল মোড় পর্যন্ত রাস্তা সংস্কার। (রাস্তাটির দৈর্ঘ্য ৪৯০ মিটার) । স্থানীয় সরকার উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান আরো জানান, বেশ কিছু উন্নয়নমূলক কাজের বাজেট পাস করা হয়েছে, পর্যায়ক্রমে সকল রাস্তার সংস্কার এবং উন্নয়ন করা হবে। এ সময়
টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ পৌরসভার সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।