টাঙ্গাইল বৃক্ষমেলায় প্রায় ২৪ লক্ষ টাকার ২৮ হাজার চারা গাছ বিক্রি দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ , প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান উপদেষ্টা হারুন অর রশিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত প্রমুখ। এ সময় বক্তারা পরিবেশ সুরক্ষার গুরুত্ব এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন । সমাপনী অনুষ্ঠানে, বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণকারী এবং বৃক্ষমেলায় ভালো ফল করা ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, বন বিভাগের কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সোমবার ২৮ জুলাই ২০২৫ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠানে টাঙ্গাইল পৌর উদ্যানে বৃক্ষ মেলায় ৩০টি স্টলের উদ্যোক্তাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, এ বছরের বৃক্ষমেলায় ৩০টি স্টলে ২৮০০০ টি চারা এবং প্রায় ২৪,৯৫,৪৪৩ লক্ষ টাকা বিক্রি হয়। ২১ জুলাই থেকে শুরু হওয়া বৃক্ষমেলার সময় বৃদ্ধি হলে চারা আরো বেশি বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে বিক্রেতারা। SHARES জাতীয় বিষয়: