প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
টাঙ্গাইল সদরের দুই মাদ্রাসার ছাত্ররা পেলেন শীতের কম্বল
মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের উদ্যোগে সোমবার ১৩ জানুয়ারি রাতে দুই মাদ্রাসার শিক্ষার্থীরা পেলেন শীতের কম্বল । রাত্রে কম্বল উপহার পেয়ে খুব আনন্দিত দুই মাদ্রাসার শিক্ষার্থীরা । নির্বাহী অফিসার নিজ হাতে প্রথমে চরপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং পরে পাকুল্লা বহুলিপাড়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এই দুই মাদ্রাসার মাঝে প্রায় ১৫০ কম্বল বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ একরামুল হক, ছিলিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সুজায়েত হোসেন মোল্লা , অত্র প্রতিষ্ঠান দু'টির শিক্ষক ও পরিচালনা পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত