টাঙ্গাইল সদর উপজেলায় ৮ জেলের কারাদন্ড

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, কাতুলি ও হুড়া ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে ২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে জাল ও আনুমানিক ৬ কেজি ইলিশ মাছসহ ৮ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের কাছে থাকা দশ হাজার মিটার জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৮ কেজি ইলিশ দু’টি এতিমখানায় বিতরণ করা হয়। ৮ জন জেলেকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম, টাঙ্গাইল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, টাঙ্গাইল জেলা মৎস্য অফিস ও কালিহাতি মৎস্য অফিস এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও অভিযানে নিরাপত্তায় ছিলেন নৌ পুলিশ ফাঁড়ি (যমুনা সেতু পূর্ব) এবং পুলিশ লাইন্সের পুলিশ টিমের সদস্যবৃন্দ ।