টাঙ্গাইল সদর হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেপ্তার দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫ মৃণাল কান্তি রায়,টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে দালাল চক্র নির্মূল করতে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে এক সফল অভিযান পরিচালনা হয়। উক্ত অভিযান কালে ১৬ হাজার ৫’শত টাকা অর্থদণ্ড সহ দালাল চক্রের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছিল। এই অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গ্রেপ্তারকৃত দালাল চক্রের সদস্যরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. মাসুদ রানা (২৭), টাঙ্গাইল পৌরসভার ভালুককান্দি এলাকার সোনাউল্লার ছেলে মো. খোকোন হোসেন (২৫), টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২২), কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের সল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. জাহিদ হোসেন (২৩), টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সারটিয়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আনিস মিয়া (২২)। এই অভিযানে ঘাটাইল অঞ্চলের ১৯ পদাতিক ডিভিশনের ৯৮ কম্পোজিট ব্রিগ্রেডের ২৪ ই বেঙ্গল , পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: