টাঙ্গাইল সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক আলোচনা

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল প্রতিনিধি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায়
জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠান হয়। টাঙ্গাইল সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়াচান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হক সানু।

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা প্রকাশসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই)  অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাসহ বেশ কিছু অভিভাবক অংশ নেয়।