স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, সকল মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।
তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের উদ্যানের পৌর কমিউনিটি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজীব আহসান আরো বলেন, স্বৈরাচার আওয়ামীলীগের পতন থেকে শিক্ষা নিয়ে নীতি ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
তিনি গত ১৭ বছরে ১৭ বছরে বিএনপি নেতা-কর্মীসহ ছাত্র-জনতাকে গুম, খুন হত্যার বিচারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ.জেড. এম হাসান বিন সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেকদলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সদস্য সচিব মোল্লা মোঃ সালাউদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন, সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিটের নেতা-কর্মীরা।