পাকুন্দিয়ায় নামাজে যাওয়ার পথে বাসচাপায় মুসল্লির মৃত্যু দৈনিক পত্রিকা দৈনিক পত্রিকা প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫ নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুমার নামাজে যাওয়ার পথে বাসচাপায় আব্দুল হেকিম (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনায় চালকসহ বাসটি আটক করে পুলিশে দিয়েছে মুসল্লিরা। শুক্রবার (০৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বাহাদিয়া বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হেকিম উপজেলার বাহাদিয়া গ্রামের মরহুম নওয়াব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল হেকিম জুমার নামাজে অংশ নিতে বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়ক পার হতে চাইলে কিশোরগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে অবস্থায় অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রবাল সরকার জানান, আহত রোগীর মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছিল। পাকুন্দিয়া থানার এসআই মো: মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকসহ বাসটি থানা হেফাজতে নিয়ে আসে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: