পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

নিজস্ব প্রতিনিধি।

প্রশাসনের নির্দেশনা উপক্ষো করে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

শনিবার (০২ আগস্ট) সন্ধ্যায় নিখোঁজের ৩ ঘণ্টা পর উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক রিফাত পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। তিনি জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে জানা যায়, সাপ্তাহিক ছুটিতে শ্যালক রিফাতকে সাথে নিয়ে বিকাল সাড়ে তিনটার দিকে চরটেকি বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ইউনিয়নের মালোয়ার চর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে রাজিব। তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে কর্মরত বলে জানা যায়। ব্রহ্মপুত্রের স্রোতের তোড়ে তলিয়ে যাওয়া রিফাতকে উদ্ধার করতে দুলাভাই রাজিব মিয়া তাঁকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী রাজিবকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার বিকালে রাজীব নামে তার এক ভগ্নিপতির সাথে আবু বক্কর সিদ্দিক রিফাত চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ঘুরতে আসে। ঘুরাঘুরির এক পর্যায়ে বিকাল চারটার দিকে রিফাত নদের পানিতে নামলে স্রোতের টানে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহি কর্মমকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, একই স্থানে গত ১১ জুলাই বাবা-মাকে নিয়ে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে সহোদর দুই বোন কাশ্মীর রহমান নীলা ও ফারিহা রহমান নেহা এর মৃত্যুসহ পানিতে ডুবে গত কয়েক মাসে ৮/১০ টি অকাল মৃত্যুর ঘটনায় সেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জনসাধারণ স্থানটিতে ভ্রমণ করছেন। নিষেধাজ্ঞা কার্যকর করতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষায় দক্ষিণ চরটেকি এলাকায় বাঁধ নির্মাণ করা হয়। আকর্ষণীয় ওই স্থান এবং বাঁধ দেখতে প্রতিদিনই ঘুরতে যায় শতশত ভ্রমণ পিপাসু মানুষ। এরইমধ্যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে এলাকাটি। এখানে অরক্ষিতভাবে ছোট নৌকা নিয়ে ঘুরতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ১১ জুলাই চরটেকি এলাকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের দুই মেয়ে কলেজছাত্রী নীলা আক্তার (১৭) ও নীহা (৯) মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে সব ধরনের নৌকায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করে। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অনেকেই নদের পানিতে ঘুরতে যায়।